এ বছর মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। তিনি বলেছেন, দেশ এখন আনন্দের মেজাজে নেই। সরকার অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছে এবং একটি যুদ্ধ তৎপরতার মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে।
আজ রবিবার (১৬ মার্চ) সচিবালয়ে স্বাধীনতা দিবস ও ঈদের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত সভা শেষে তিনি এই কথা জানান। এর আগে গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসেও কুচকাওয়াজ আয়োজন করা হয়নি।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। ঈদ উপলক্ষে শ্রমিক অসন্তোষ এড়াতে গার্মেন্টস শ্রমিকদের বেতন-ভাতা আগেভাগেই পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্র সচিব। এছাড়া, তৈরি পোশাকখাতের সংগঠনগুলো ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
স্বাধীনতা দিবস ও ঈদকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলেও আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র সচিব।
thebgbd.com/NIT