নয় মাস পর পৃথিবীতে ফিরতে চলেছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) দুই মার্কিন নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাদের নিয়ে আসতে আইএসএসে পৌঁছেছে ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের ড্রাগন। ঘড়ি ধরে তাদের অবতরণের সময় জানাল নাসা। যুক্তরাষ্ট্রের ফ্লরিডার উপকূলে স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার বিকেল ৫টা ৫৭মিনিটে তারা নামবেন।
১৯ মার্চের আগে যে তারা ফিরছেন না, তা আগেই জানায় নাসা। পরে সেটি একদিন এগিয়ে আসে। মঙ্গলবার ঠিক কোন সময়ে তাদের মহাকাশযান পৃথিবীতে অবতরণ করবে, তা এত দিন স্পষ্ট ছিল না। রোববার রাতে একটি বিবৃতি দিয়ে সময় জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। এই অবরতরণ প্রক্রিয়া নাসা সরাসরি সম্প্রচার করবে। তা শুরু হয়ে যাবে সোমবার থেকেই।
নাসা জানিয়েছে, রোববার রাত থেকেই তাদের অবতরণ প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার শুরু হয়ে যাবে। নাসার ওয়েবসাইটে এবং এক্স-এ তা দেখা যাবে। ওই সময়ে তাদের নিয়ে মহাকাশযানের দরজা বন্ধ হবে। শুরু হবে মহাকাশ স্টেশন থেকে সরে আসার প্রক্রিয়া। তাতেও বেশ খানিকটা সময় লাগবে। ওই প্রক্রিয়া সম্পন্ন হলে শুরু হবে অবতরণ।
রোববার সকালে সুনীতাদের ফেরাতে মহাকাশ স্টেশনে পৌঁছে স্পেসএক্সের যান ড্রাগন। তাতে ছিলেন চার নভোচারী। সুনিতা ও বুচ তাদের দায়িত্ব বুঝিয়ে ফিরবেন। আগামী কিছু দিন মহাকাশ স্টেশন পরিচালনার দায়িত্ব থাকবে ওই চার নভোচারীর উপর। তারা হলেন নাসার অ্যান ম্যাক্লেন, নিকোল আইয়ার্স, জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সার প্রতিনিধি টাকুয়া ওনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমসের প্রতিনিধি কিরিল পেসকভ। সুনিতা এবং বুচের সঙ্গে ফিরছেন নাসার নিক হগ এবং রুশ নভোচারী আলেকজান্ডার গর্বুনভ।
রোববার থেকে সোমবার পর্যন্ত সহকর্মীদের দায়িত্ব বুঝিয়েছেন বাকিরা। এখনও সেই প্রক্রিয়াই চলছে। মহাকাশে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় যে কোনও কাজেই তুলনামূলক বেশি সময় লাগছে তাদের। গত বছরের জুনে মহাকাশে যান সুনিতা এবং বুচ। আট দিন পরই তাদের ফেরার কথা। কিন্তু যে যানে চড়ে যান, সেই বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ফলে তারা আটকে পড়েন। আট দিনের সফর নয় মাসে দীর্ঘায়িত হয়। এই সময়ে বার বার নানা কারণে তাদের প্রত্যাবর্তন পিছিয়েছে। মহাকাশ থেকে বিভিন্ন সময়ে নানা ভাবে খবর দিয়েছেন তারা। এবার তাদের ফেরার অপেক্ষায় সারা বিশ্ব।
সূত্র: রয়টার্স
এসজেড