দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে রোববার (১৬ মার্চ) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা টাওয়ার এলাকায় যৌথ অভিযান চালায় নৌবাহিনী ও পুলিশ।
অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীরকে তার নিজ বাড়ি থেকে অস্ত্রসহ আটক করা হয়। তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গোলাবারুদ, ছয়টি দেশীয় ধারালো অস্ত্র ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক জাহাঙ্গীর প্রকাশ্যে রড-সিমেন্ট ব্যবসায়ী হিসেবে পরিচিত হলেও গোপনে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
অভিযান শেষে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
thebgbd.com/NA