ঢাকা | বঙ্গাব্দ

সাবেক ফুটবলারকে মৃত ভেবে এক মিনিট নীরবতা পালন করে জানা গেলো তিনি জীবিত!

এক বিস্ময়কর ঘটনা ঘটেছে বুলগেরিয়ান ফুটবল ক্লাব আরদা কারজালিতে।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মার্চ, ২০২৫
সাবেক ফুটবলারকে মৃত ভেবে এক মিনিট নীরবতা পালন করে জানা গেলো তিনি জীবিত! ছবি : সংগৃহীত।

এক বিস্ময়কর ঘটনা ঘটেছে বুলগেরিয়ান ফুটবল ক্লাব আরদা কারজালিতে। সাবেক ফুটবলার পেতকো গানচেভের মৃত্যুতে শোক জানাতে লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়। তবে ম্যাচ চলাকালীন সময়ে পেতকো গানচেভ নিজেই ফেসবুকে পোস্ট দিয়ে জানান, তিনি সুস্থ এবং জীবিত রয়েছেন।


এই ভুল তথ্য পাওয়ার পর আরদা কারজালি ক্লাব দুঃখপ্রকাশ করে এবং সাবেক খেলোয়াড়ের দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করে। এই ঘটনায় ফুটবল মহলকে চমকে দিয়েছিল।


এদিকে, এই ঘটনার পরেও ম্যাচটি ১-১ গোলে ড্র করে শেষ হয়।



thebgbd.com/NA