প্রথমবারের মতো আন্তর্জাতিক ফুটবল ম্যাচে ট্রান্সজেন্ডার রেফারি হিসেবে দায়িত্ব পালন করে ইতিহাস সৃষ্টি করেছেন ইসরায়েলি রেফারি সাপির গায়া বার্মান। গতকাল সোমবার (১৭ মার্চ) নর্দার্ন আয়ারল্যান্ড ও মন্টেনেগ্রোর মধ্যকার উয়েফা নারী অনূর্ধ্ব-১৭ ইউরো বাছাইপর্বের ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন ৩০ বছর বয়সী এই রেফারি।
ইউরোপিয়ান ফুটবল ইতিহাসে এটি প্রথম ঘটনা। সাপির ২০২১ সালে নিজের লিঙ্গ পরিবর্তনের ঘোষণা দেন, তারপর তিনি ঘরোয়া ক্লাব ফুটবলে রেফারির দায়িত্ব পালন করলেও আন্তর্জাতিক পর্যায়ে এটি তার প্রথম ম্যাচ ছিল। এই অভিজ্ঞ রেফারি প্রায় ১৪ বছর ধরে পেশাদার রেফারি হিসেবে কাজ করছেন।
নিজের অভিষেক ম্যাচে অনুভূতি জানিয়ে সাপির বলেন, "এটি এক অভূতপূর্ব অনুভূতি—অগাধ গর্ব, অপরিসীম উত্তেজনা।" তিনি আরও বলেন, "আমি আমার দেশের প্রতিনিধিত্ব করতে চাই, ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য দাঁড়াতে চাই এবং প্রমাণ করতে চাই যে প্রতিটি স্বপ্নই সম্ভব।"
বার্মান বিশ্বাস করেন, তার এই অর্জন তরুণ ফুটবলারদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি বলেন, "যখন তরুণ খেলোয়াড়রা মাঠে বৈচিত্র্য দেখতে পায়, তখন অন্তর্ভুক্তির বিষয়টি স্বাভাবিক হয়ে যায়।"
এটি এমন এক সময় ঘটেছে, যখন ২০২১ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) ট্রান্সজেন্ডার অ্যাথলেটদের অংশগ্রহণের বিষয়ে নতুন নীতিমালা ঘোষণা করে।
thebgbd.com/NA