ঢাকা | বঙ্গাব্দ

ঈদের আগেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত জানাবে ইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন ঈদের আগেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ মার্চ, ২০২৫
ঈদের আগেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত জানাবে ইসি ছবি : সংগৃহীত।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) আনোয়ারুল ইসলাম বলেছেন, আসন্ন ঈদের আগেই নতুন রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়ে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (২০ মার্চ) নির্বাচন কমিশন ভবনে আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক নীতিমালা এবং রাজনৈতিক দল নিবন্ধনসহ পাঁচটি বিষয় নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।


তিনি জানান, একটি রিটের পরিপ্রেক্ষিতে নতুন দল নিবন্ধনের বিষয়ে রুলের আদেশ এখনো নির্বাচন কমিশনের কাছে আসেনি। আদেশ পেলে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। তবে, ঈদের আগে রাজনৈতিক দল নিবন্ধন এবং পর্যবেক্ষক সংস্থা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।


সিইসি আরও জানান, এবারের নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন নিয়ে ডিসি-এসপিদের একটি কমিটি থাকছে না। নির্বাচন কর্মকর্তারা ভোট কেন্দ্র স্থাপনে দায়িত্ব পালন করবেন।


তিনি স্বচ্ছ, নিরপেক্ষ ও নজিরবিহীন নির্বাচন পরিচালনার ব্যাপারে নিশ্চিততা ব্যক্ত করেন।


thebgbd.com/NA