২০২৪ সালকে অভিবাসীদের জন্য সবচেয়ে মারাত্মক বছর হিসাবে আখ্যায়িত করেছে জাতিসংঘ। শুক্রবার সংস্থাটি জানিয়েছে, ওই বছর বিশ্বব্যাপী অভিবাসন পথে প্রায় ৯ হাজার মানুষ মারা গেছেন। জেনেভা থেকে বার্তা সংস্থা এএফটি এ খবর জানায়।
জাতিসংঘ এই মৃত্যুকে ‘অগ্রহণযোগ্য ও প্রতিরোধযোগ্য’ ট্র্যাজেডি বলে অভিহিত করেছে। এই সব মৃত্যুর বেশিরভাগই হয়েছে আফ্রিকা বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থেকে পালিয়ে সমুদ্রপথে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার চেষ্টার সময়ে সমুদ্রে পড়ে বা নৌকা ডুবে।
জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, ‘২০২৪ সালে বিশ্বব্যাপী অভিবাসন পথে অন্তত ৮ হাজার ৯৩৮ জন মারা গেছেন।’ গত পাঁচ বছর ধরে মৃতের সংখ্যা বৃদ্ধির প্রবণতা অব্যাহত রয়েছে।’
সূত্র: এএফপি
এসজেড