গাজা উপত্যকাজুড়ে হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার তারা ফিলিস্তিনিদের গাজার রাফাহ শহরের একাংশ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। অপরদিকে হামাস জানিয়েছে, ইসরায়েলি হামলায় সংগঠনটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হয়েছেন। জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদরাই বলেছেন, সেনাবাহিনী রাফাহর তাল আল-সুলতান অঞ্চলে ‘সন্ত্রাসী সংগঠনগুলোর’ বিরুদ্ধে হামলা শুরু করেছে। তিনি ফিলিস্তিনিদের ‘বিপজ্জনক যুদ্ধক্ষেত্র’ ছেড়ে আরো উত্তরে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। এএফপির সংবাদদাতারা জানিয়েছেন, তাল আল-সুলতান জেলায় ড্রোন থেকে একই বার্তা সম্বলিত লিফলেট ছুঁড়ে ফেলা হয়েছে।
রোববার হামাস এক বিবৃতিতে জানিয়েছে, দক্ষিণ গাজার খান ইউনিস এলাকার আল-মাওয়াসিতে একটি তাঁবুর ওপর ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সালাহ আল-বারদাউইল ও তার স্ত্রী নিহত হয়েছেন। হামাসের সুপরিচিত ব্যক্তিত্ব বারদাউইল সংগঠনটির রাজনৈতিক ব্যুরো ও ফিলিস্তিনি আইন পরিষদের সদস্য ছিলেন।
রোববার ইসরায়েলি সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা গাজা উপত্যকার উত্তরে বেইত হানুনেও অভিযান পরিচালনা করছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘অভিযানের সময় যুদ্ধবিমান হামাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।’
সূত্র: এএফপি
এসজেড