নির্বাচন কমিশন পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা। বুধবার দুপুরে আগারগাঁওয়ে ইসি ভবনের সামনে এই কর্মসূচি শুরু হয়।
মিছিলসহকারে সেখানে পৌঁছে পুলিশের ব্যারিকেড ভেঙে ভবনের প্রবেশদ্বারের সামনে অবস্থান নেয় তারা। স্লোগান দেন “এ মুহূর্তে দরকার স্থানীয় সরকার” ইত্যাদি দাবিতে।
বিক্ষোভ ঘিরে নির্বাচন ভবনের সামনে ও পেছনে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড ও সেনাবাহিনী। প্রবেশপথে দেওয়া হয়েছে কাঁটাতারের ব্যারিকেড।
বক্তব্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদেই তারা এই কর্মসূচি পালন করছেন এবং ইসি পুনর্গঠনের দাবি অন্তর্বর্তী সরকারের কাছে।
thebgbd.com/NA