ঢাকা | বঙ্গাব্দ

দুই বিচারককে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব।
  • নিজস্ব প্রতিবেদক | ২৫ মার্চ, ২০২৫
দুই বিচারককে শপথ পড়ালেন প্রধান বিচারপতি সংগৃহীত

আপিল বিভাগের নতুন বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। মঙ্গলবার (২৫ মার্চ) সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ বাক্য পাঠ করান।


এর আগে, সোমবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের এই দুই বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন। একই দিন আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।


নতুন এই নিয়োগের ফলে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলের সুপারিশক্রমে এবং প্রধান বিচারপতির পরামর্শ নিয়ে রাষ্ট্রপতি এই নিয়োগ দেন।


thebgbd.com/NIT