ঢাকা | বঙ্গাব্দ

হাসপাতালে কতদিন থাকতে হবে তামিমকে?

মঙ্গলবার সাভারের কেপিজে থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিমকে। এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ মার্চ, ২০২৫
হাসপাতালে কতদিন থাকতে হবে তামিমকে? তামিম ইকবাল।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আগের চেয়ে ভালো আছেন। মঙ্গলবার সাভারের কেপিজে থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে আনা হয় তামিমকে। এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বিশেষ পরিচর্যায় রাখা হয়েছে তাঁকে। 


বিসিবির চিকিৎসক মঞ্জুরুল হোসেন জানান, আগের চেয়ে ভালো আছেন তামিম। হাসপাতালে আরও এক সপ্তাহ রাখা হতে পারে বলে জানান তিনি।


তামিমের পারিবারিক সূত্রে জানা গেছে, শরীর স্বাভাবিক হলে থাইল্যান্ডে পরীক্ষা-নিরীক্ষা করাতে যেতে পারেন ৩৬ বছর বয়সী এ ব্যাটার। উন্নত চিকিৎসার পর তামিম জানতে পারবেন আবার খেলায় ফিরতে পারবেন কিনা।


বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগের অধ্যাপক মোস্তাফা জামান জানান, হার্টের ভেইনে স্টেন্ট বসালে নিয়ম মেনে চলতে হয় রোগীকে। তিনি বলেন, ‘খেলা পরিশ্রমের কাজ। শারীরিক কন্ডিশন এবং লিগের ধরনের ওপর নির্ভর করে খেলায় ফেরার বিষয়টি।


thebgbd.com/NIT