ঢাকা | বঙ্গাব্দ

কাতারকে যুক্তরাষ্ট্রের ড্রোন বিক্রি

পররাষ্ট্র দপ্তর সম্ভাব্য বিক্রয় অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ বুধবার মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রদান করেছে।
  • অনলাইন ডেস্ক | ২৭ মার্চ, ২০২৫
কাতারকে যুক্তরাষ্ট্রের ড্রোন বিক্রি মার্কিন ড্রোন।

মধ্যপ্রাচ্যে অন্যতম ঘনিষ্ঠ মিত্র কাতারের কাছে বুধবার ১.৯৬ বিলিয়ন ডলারের আটটি এমকিউ-৯বি ড্রোন ও সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।


মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ইউএস ডিফেন্স সিকিউরিটি এজেন্সি ডিএসসিএ) এক বিবৃতিতে বলেছে, ‘এই প্রস্তাবিত বিক্রয় রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে অব্যাহত থাকা একটি বন্ধুত্বপূর্ণ দেশের নিরাপত্তা উন্নত করতে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে সহায়তা করবে।’


ডিএসসিএ জানায়, এই বিক্রয় ‘কাতারের নিরাপত্তা ও প্রতিরক্ষার জন্য সময়োপযোগী গোয়েন্দা তথ্য, নজরদারি ও পুনর্গঠন, লক্ষ্য অর্জন, স্থল-প্রতিরোধী এবং ভূমি-প্রতিরোধী সমুদ্র সক্ষমতা প্রদানের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় তার সক্ষমতা উন্নত করবে। এই সক্ষমতা প্রাথমিকভাবে আঞ্চলিক হুমকির প্রতিবন্ধক এবং এর মাতৃভূমি প্রতিরক্ষা শক্তিশালী করার কাজে ব্যবহৃত হবে।’ 


পররাষ্ট্র দপ্তর সম্ভাব্য বিক্রয় অনুমোদন দিয়েছে এবং ডিএসসিএ বুধবার মার্কিন কংগ্রেসকে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি প্রদান করেছে, তবে তারা এখনও লেনদেনে স্বাক্ষর করেনি। ত্রিশ লাখ লোকের বসতি গ্যাস সমৃদ্ধ ছোট উপদ্বীপ কাতার, ইসরায়েল ও হামাসের মধ্যে বিধ্বংসী সংঘাতের অবসান ঘটানোর প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 


সূত্র: এএফপি


এসজেড