ঢাকা | বঙ্গাব্দ

বাণিজ্য সম্প্রসারণে ড. ইউনূসের সঙ্গে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

  • নিজস্ব প্রতিবেদক | ২৮ মার্চ, ২০২৫
বাণিজ্য সম্প্রসারণে ড. ইউনূসের সঙ্গে চীনের বাণিজ্য সংস্থার ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ সংগৃহীত

চীনের বাণিজ্য ও আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ আলোচনায় মিলিত হলেন চীন কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেড (CCPIT)-এর ভাইস-চেয়ারম্যান ইয়াও ওয়াং এবং নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনুস।


শুক্রবার বেইজিং-এর দ্য প্রেসিডেনশিয়াল হোটেলে অনুষ্ঠিত এই বৈঠকে চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রসারে পারস্পরিক সহযোগিতা, টেকসই উন্নয়ন এবং সামাজিক ব্যবসার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।


CCPIT একটি আধা-সরকারি প্রতিষ্ঠান, যা চীনের বৈদেশিক বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে কাজ করে। অপরদিকে, অধ্যাপক মুহাম্মদ ইউনুস সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য বিমোচন এবং অর্থনৈতিক উন্নয়নের বিশ্বব্যাপী প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।


বৈঠকে দু’পক্ষই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার সম্ভাবনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।


thebgbd.com/NIT