জুলাই অভ্যুত্থানে শহীদ ৭৪৫ জনের পরিবার এবং আহত ৫ হাজার ৫৯৬ জনকে মোট ৯৬ কোটি ৬৭ লাখ টাকা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এর মধ্যে ৩৭ কোটি ২৫ লাখ টাকা শহীদ পরিবারের মাঝে এবং ৫৯ কোটি ৪১ লাখ টাকা আহতদের মাঝে বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
তিনি জানান, সরকার থেকে পাওয়া ১০০ কোটি টাকা এবং বেসরকারি খাত থেকে পাওয়া ১০ কোটি টাকা প্রায় শেষের দিকে। তাই নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে সহায়তা চাওয়া হবে।
সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা জানান, কিছু অসাধু ব্যক্তি আহত না হয়েও প্রতারণার মাধ্যমে ভুয়া প্রমাণ তৈরি করে সহায়তা নেওয়ার চেষ্টা করছেন। এ ধরনের প্রতারণার ফলে সহায়তা বিতরণে জটিলতা দেখা দিচ্ছে। ইতোমধ্যে এ ধরনের চারজনকে আইনের আওতায় আনা হয়েছে।
এছাড়া, অনেক শহীদ পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সহায়তা বিতরণ বিলম্বিত হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তবে, আসন্ন ঈদ উপলক্ষে সকল শহীদ পরিবারের জন্য ঈদ উপহার পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
thebgbd.com/NA