ঢাকা | বঙ্গাব্দ

সেনা নিয়ন্ত্রণে খার্তুম

মিলিশিয়ার হাত থেকে খার্তুমের শেষ এলাকাগুলো সফলভাবে এবং জোরপূর্বক সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে সেনাবাহিনী।
  • অনলাইন ডেস্ক | ২৯ মার্চ, ২০২৫
সেনা নিয়ন্ত্রণে খার্তুম সেনা নিয়ন্ত্রণে খার্তুম।

সুদানের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাজধানী খার্তুমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। এক সপ্তাহ আগে তারা প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কাছ থেকে প্রেসিডেন্ট  প্রাসাদ পুনরুদ্ধারের পর এ ঘটনা ঘটল। খার্তুম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। 


সেনাবাহিনীর মুখপাত্র নাবিল আবদুল্লাহ বৃহস্পতিবার গভীর রাতে এক বিবৃতিতে ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধরত র‌্যাপিড সাপোর্ট ফোর্সের কথা উল্লেখ করে বলেছেন, আমাদের সেনাবাহিনী শুক্রবার সন্ত্রাসী মিলিশিয়ার অবশিষ্টাংশের হাত থেকে খার্তুমের শেষ এলাকাগুলো সফলভাবে এবং জোরপূর্বক সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড