ঢাকা | বঙ্গাব্দ

নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল ঘোষণা

  • নিজস্ব প্রতিবেদক | ০৭ এপ্রিল, ২০২৫
নতুন উদ্যোক্তাদের জন্য ৯০০ কোটি টাকার তহবিল ঘোষণা সংগৃহীত

নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তায় ৮০০ থেকে ৯০০ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। সোমবার (৭ এপ্রিল) ঢাকায় শুরু হওয়া চারদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের এক সেমিনারে তিনি এ তথ্য জানান।


গভর্নর জানান, এ তহবিল বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হবে এবং শিগগিরই এ বিষয়ে পরিপত্র জারি করা হবে। তিনি আরও বলেন, “৯৫ শতাংশ স্টার্টআপ ব্যর্থ হয়, কিন্তু আমরা তাদের পাশে আছি। একদিন তারা সফল হবেই।”


সেমিনারে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব জানান, ইন্টারনেট সেবার মান উন্নয়নে ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমানো হয়েছে এবং সেবাদাতাদের নীতি সহায়তা দেওয়া হচ্ছে।


অনুষ্ঠানে বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরীসহ দেশি-বিদেশি বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।


thebgbd.com/NIT