ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্রপতি হতে চাওয়া খাইরুল এবার হতে চান প্রধানমন্ত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক ব্যক্তির ছবি, যিনি একটি ব্যানারের সামনে চেয়ারে বসে আছেন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৫ এপ্রিল, ২০২৫
রাষ্ট্রপতি হতে চাওয়া খাইরুল এবার হতে চান প্রধানমন্ত্রী ছবি : সংগৃহীত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এক ব্যক্তির ছবি, যিনি একটি ব্যানারের সামনে চেয়ারে বসে আছেন। ব্যানারে লেখা—“প্রধানমন্ত্রী প্রার্থী খাইরুল দেওয়ান, চেয়ারম্যান, জনকল্যাণ পার্টি।” সেখানে তিনি দেশের মানুষের দোয়া ও সমর্থন চেয়েছেন। এর আগেও তিনি ২০২৩ সালে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছিলেন।


এবার পহেলা বৈশাখ উপলক্ষে দেওয়া খাইরুল দেওয়ানের একটি বক্তব্য সামাজিক মাধ্যমে নতুন করে ছড়িয়ে পড়েছে। বক্তব্যে তিনি বলেন, “এক দল যায়, আরেক দল আসে। কিন্তু প্রতিহিংসা যায় না। রাজনীতি মানেই সেবা, প্রতিহিংসা থেকে বিরত থাকা। আমি প্রধানমন্ত্রী পদপ্রার্থী খাইরুল, প্রতিহিংসামুক্ত দেশ দেখতে চাই।”


তবে বক্তব্যের আরেক অংশে তিনি কঠোর ভাষাও ব্যবহার করেছেন। বলেন, “আমরা জনগণ আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জামায়াত বুঝি না, নাগরিক পার্টি বুঝি না, ছাত্র বুঝি না। আজকের পর থেকে যারা মানুষের গায়ে হাত দিবা, পুলিশের গায়ে হাত দিবা, তাদের হাত-পা ভেঙে দেব।”


তিনি আরও বলেন, “আমরা গরিব। কেউ যদি অন্যায় করে—ছোট হোক, মাঝারি হোক বা বড় হোক—তার গায়ে আঘাত দেওয়ার অধিকার কারও নেই। পুলিশ ডাকবেন, ধরিয়ে দেবেন।”


২০২৩ সালে খাইরুল দেওয়ান রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে চেয়ে নির্বাচন কমিশনের সামনে মানববন্ধন করেছিলেন। সে সময় তিনি অভিযোগ করেছিলেন, তাকে মনোনয়ন ফরম দেওয়া হয়নি। নিজের শিক্ষাগত যোগ্যতা প্রসঙ্গে বলেন, “আমি রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট এমনকি ডাক্তারির অ্যানাটমি, ফিজিওলজি—সবই পড়েছি। আমাকে ছোট করে দেখার কিছু নেই।”


তার এসব দাবি ও বক্তব্য আবারও সামাজিক মাধ্যমে বিতর্ক ও কৌতুকের জন্ম দিয়েছে, অনেকে বিষয়টিকে ‘আলোচনার খোরাক’ বলেও উল্লেখ করছেন।


thebgbd.com/NA