ঢাকা | বঙ্গাব্দ

নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে: জয়নুল আবদীন

নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে— এমনটাই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
  • নিজস্ব প্রতিবেদক | ২০ এপ্রিল, ২০২৫
নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে: জয়নুল আবদীন ছবি : সংগৃহীত।

নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে— এমনটাই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।


রোববার (২০ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


জয়নুল আবদীন বলেন, মইনুদ্দিন-ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই। শেখ হাসিনা আমাদের বেগম খালেদা জিয়াকে পাঁচ বছর কারাগারে বন্দি করে কষ্ট দিয়েছে। দেশের ১৮ কোটি মানুষের ৭৫ শতাংশ মানুষ কষ্ট সহ্য করেছে।


ফারুক বলেন, বেগম খালেদা জিয়া ভালো আছেন, তারেক রহমান ভালো আছেন। আমাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শক্তি সঞ্চয় করছে। যারা বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করতে চায়, সেই নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে। কিন্তু আমরা চাই না ডক্টর ইউনূসের বিরুদ্ধে অস্বস্তিকর পরিবেশ তৈরি করে ফ্যাসিবাদের আরও সুযোগ করে দেই। সরকারকে অস্থিতিশীল করার জন্য কিছু নাটেরগুরু এখনও বসে আছে। তাদের হাতকে আরো শক্তিশালী করার দরকার নেই। 


নির্বাচন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ফেব্রুয়ারি, জুলাই যে মাসেই নির্বাচন দেন একটা রোডম্যাপ দেন। তাহলে তো নির্বাচন নিয়ে আর আলোচনা হয় না। 



thebgbd.com/NA