ঢাকা | বঙ্গাব্দ

আবারও রাশিয়া সফরে উইটকফ

ওয়াশিংটন, ইউরোপ ও কিয়েভে কাকতালীয় ঘটনা ঘটলে উইটকফ রাশিয়া সফর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
  • অনলাইন ডেস্ক | ২১ এপ্রিল, ২০২৫
আবারও রাশিয়া সফরে উইটকফ পুতিনের সঙ্গে উইটকফ।

য়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে জানা গেছে,  চলতি সপ্তাহে লন্ডনে ইউক্রেনের সঙ্গে আলোচনার পর ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফের আবারও রাশিয়া সফর করার সম্ভাবনা রয়েছে। নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা তাস এ খবর জানিয়েছে।


ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও রাষ্ট্রদূত কিথ কেলগেরও লন্ডনের বৈঠকে যোগদানের সম্ভাবনা রয়েছে। তারা সম্ভাব্য সংঘাত সমাধানের বিকল্পগুলো নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। 


এর মধ্যে রয়েছে রাশিয়ার ক্রিমিয়াকে মার্কিন স্বীকৃতি, নতুন অঞ্চলের নিয়ন্ত্রণ ও ইউক্রেনের ন্যাটো সদস্যপদকে এজেন্ডা থেকে বাদ দেওয়া। একই সঙ্গে, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কোনও নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন, ইউরোপ ও কিয়েভে কাকতালীয় ঘটনা ঘটলে উইটকফ রাশিয়া সফর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।


সূত্র: এএফপি


এসজেড