বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচনের জন্য অযথা সময়ক্ষেপণ করলে অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন উঠতে পারে। তিনি জানান, ডিসেম্বরের মধ্যে বা তার আগে নির্বাচন আয়োজনের জন্য দল প্রস্তুত।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলনে সাইফুল হক বলেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন সম্ভব। তিনি বলেন, "নির্বাচন কমিশন প্রস্তুত, জাতীয় ঐকমত্য কমিশন তাদের কাজ শেষ করতে ১-২ মাসের মধ্যে সক্ষম হবে, আর বাকি থাকে প্রশাসনিক প্রস্তুতি। সরকার যদি পরিষ্কার অবস্থান নেয়, তবে ২-৩ মাসের মধ্যে প্রশাসন ঢেলে সাজানো সম্ভব।"
তিনি আরও বলেন, "অপ্রয়োজনীয় সময় নেওয়ার কোনো সুযোগ নেই।" সাইফুল হক রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখার আহ্বান জানান এবং বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো পরাশক্তির কাছে ঝুঁকতে না যাওয়ার পরামর্শ দেন।
thebgbd.com/NA