ঢাকা | বঙ্গাব্দ

ইরানের বন্দরে বিস্ফোরণ

৪০৬ জন আহত হয়েছে এবং শত শত আহত ব্যক্তিকে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
  • অনলাইন ডেস্ক | ২৬ এপ্রিল, ২০২৫
ইরানের বন্দরে বিস্ফোরণ বিস্ফোরণের ছবি।

শনিবার দক্ষিণ ইরানের একটি গুরুত্বপূর্ণ বন্দরে ভয়াবহ বিস্ফোরণে আহতের সংখ্যা বেড়ে ৪০০ ছাড়িয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তেহরান থেকে এএফপি জানায়, দক্ষিণের হরমুজগান প্রদেশে অবস্থিত শহিদ রাজাঈ বন্দরে এ ঘটনা ঘটে।


জরুরি সেবা বিভাগের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘৪০৬ জন আহত হয়েছে এবং শত শত আহত ব্যক্তিকে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।’


সূত্র: এএফপি


এসজেড