ভ্যাটিকানে আয়োজিত পূর্ণ মর্যাদার শেষকৃত্যানুষ্ঠান শেষে পোপ ফ্রান্সিসের কফিন সমাহিত করার উদ্দশ্যে শনিবার রোমের ঐতিহাসিক সান্তা মারিয়া মাজোরে গির্জায় পৌঁছেছে।
রোম থেকে এএফপি জানায়, ৮৮ বছর বয়সে গত সোমবার প্রয়াত আর্জেন্টিনীয় বংশোদ্ভূত এই ধর্মগুরুর মরদেহ বহনকারী পোপ মোবাইল যখন চূড়ান্ত বিশ্রামস্থলের পথে এগুনোর সময় রাজপথের দুই পাশে সারি বেঁধে দাঁড়িয়ে থাকা হাজার হাজার মানুষ নিঃশব্দ শ্রদ্ধা ও ভালোবাসায় তাকে শেষ বিদায় জানান।
সুত্র: এএফপি
এসজেড