ঢাকা | বঙ্গাব্দ

বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমীর খসরুসহ পাঁচজন খালাস

আজ রোববার (২৭ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় ঘোষণা করেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৭ এপ্রিল, ২০২৫
বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমীর খসরুসহ পাঁচজন খালাস ছবি : সংগৃহীত।

২০১৮ সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অডিও ক্লিপকে কেন্দ্র করে দায়ের হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত।


আজ রোববার (২৭ এপ্রিল) ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১৪ এর বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় ঘোষণা করেন। খালাস পাওয়া অন্য চারজন হলেন—ব্যারিস্টার মিনহানুর রহমান নাওমী, রফিকুল ইসলাম নয়ন, হাবিবুর রহমান হাবিব ও রবিউল ইসলাম রবি।


২০১৮ সালের ৩ আগস্ট আমীর খসরু ও ব্যারিস্টার নাওমীর একটি ফোনালাপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে আন্দোলন ঢাকায় ছড়িয়ে দেওয়ার বিষয়ে কথোপকথন হয় বলে অভিযোগ ওঠে। এরপর ৫ আগস্ট ডিবি পুলিশের এসআই শামীম আহমেদ শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।


২০২০ সালের জানুয়ারিতে মামলার চার্জশিট জমা পড়ে এবং ২০২২ সালে বিচার কার্যক্রম শুরু হয়। অবশেষে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত তাদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ না মেলায় সবাইকে খালাস দেন।


thebgbd.com/NA