সুষ্ঠু ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের কল্যাণ এবং বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার স্বার্থে হজ পারমিট ছাড়া হজ পালন না করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
শুক্রবার (২ মে) এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, চলতি হজ মৌসুমে ভ্রমণ ভিসায় (ভিজিট ভিসা) সৌদি আরবের পবিত্র স্থানসমূহে অবস্থান করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে ভিজিট ভিসাধারীদের হজ পালনে সহায়তা করা, হোটেল বা বাসায় আশ্রয় দেওয়া এবং হজ এলাকায় প্রবেশে সহযোগিতা করতেও নিষেধ করা হয়েছে।
এ বছর সৌদি সরকার অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার এবং হজ ব্যবস্থাপনা সুশৃঙ্খল করার লক্ষ্যে কঠোর বিধিমালা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, বৈধ হজ পারমিট, মক্কায় নিবন্ধিত ইকামা বা কাজের অনুমতিপত্র ছাড়া কেউ পবিত্র মক্কা নগরীতে প্রবেশ করতে পারবে না।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী, হজ পারমিট ছাড়া হজ পালনের চেষ্টা করলে সর্বোচ্চ ২০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা এবং সহযোগিতাকারীকে ১ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা ও যানবাহন বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে। বৈধতা না থাকলে বিদেশিদের বহিষ্কার করে পরবর্তী ১০ বছরের জন্য সৌদি আরবে নিষিদ্ধ করা হবে।
এই বিধিনিষেধ কার্যকর থাকবে ২৯ এপ্রিল (১ জিলকদ) থেকে ১০ জুন (১৪ জিলহজ) পর্যন্ত। বিশেষ নজরদারির আওতায় থাকবেন ভিজিট ভিসাধারীরা।
thebgbd.com/NA