ঢাকা | বঙ্গাব্দ

প্রথম সেশনে দুই উইকেট তুলে নিল বাংলাদেশ

চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনের পর খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ এপ্রিল, ২০২৫
প্রথম সেশনে দুই উইকেট তুলে নিল বাংলাদেশ ছবি : সংগৃহীত।

চট্টগ্রাম টেস্টের প্রথম সেশনের পর খুব একটা পিছিয়ে নেই বাংলাদেশ। যদিও উইকেটের জন্য কিছুটা মরিয়া হতে হয়েছিল টাইগারদের, তবে তানজিম হাসান সাকিব এবং তাইজুল ইসলামের দুইটি মূল্যবান উইকেট শিকার তাদের স্বস্তি দিয়েছে। সিরিজ বাঁচানোর এই টেস্টে প্রথম সেশন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ২৮ ওভারে ৮৯ রান।


বাংলাদেশ একাদশে ছিল তিন পরিবর্তন। ধারাবাহিক ব্যর্থতার কারণে দলে জায়গা পান এনামুল হক বিজয়, অভিষেক হয় তরুণ পেসার তানজিম হাসান সাকিবের, এবং স্পিন আক্রমণে যুক্ত হন নাইম হাসান। নতুনদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি প্রভাব রেখেছেন তানজিম সাকিব। নিজের অভিষেকেই দলীয় ৪১ রানে ফিরিয়ে দেন সিলেট টেস্টের উজ্জ্বল ব্যাটার ব্রায়ান বেনেটকে। অফসাইডের বাইরে থাকা বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট।


এরপর মেহেদী হাসান মিরাজের বলে আম্পায়ারের এলবিডব্লিউ সিদ্ধান্তে আউট হলেও রিভিউ নিয়ে রক্ষা পান নিক ওয়েলস। তবে খুব বেশি সময় টিকতে পারেননি বেন কারেন। দলীয় ৭৩ রানে তাইজুল ইসলামের শিকার হয়ে ফিরেন তিনি, করেন ৫০ বলে ২১ রান।


সেশনের বাকি সময়টুকু নির্বিঘ্নে কাটান নিক ওয়েলস ও শন উইলিয়ামস। ফলে প্রথম সেশন শেষে বাংলাদেশ দুইটি উইকেট পেলেও, জিম্বাবুয়ের ব্যাটাররাও সংগ্রহ গড়েছেন স্থিরভাবে।


thebgbd.com/NA