ইসলামাবাদের রাষ্ট্রীয় রেডিও মঙ্গলবার জানিয়েছে, পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীর সীমান্তে একটি ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। কয়েক বছরের মধ্যে এই অঞ্চলে বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে মারাত্মক হামলার এক সপ্তাহ পর মঙ্গলবার ইসলামাবাদের রাষ্ট্রীয় রেডিও এই খবর জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা পঞ্চম রাতের জন্য উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় হয়েছে। ইসলামাবাদ থেকে এএফপি এই খবর জানায়।
পাকিস্তানের পক্ষ থেকে গুলি বিনিময়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি তবে রাষ্ট্রীয় সম্প্রচারক রেডিও পাকিস্তান জানিয়েছে, সেনাবাহিনী একটি ভারতীয় ‘কোয়াডকপ্টার’ গুলি করে ভূপাতিত করেছে। এটিকে তাদের আকাশসীমা লঙ্ঘন বলে অভিহিত করেছে।
রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, ভিম্বর এলাকার মানাওয়ার সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর নজরদারি চালানোর চেষ্টা করে চালকবিহীন ভারতীয় বিমানটি। ঘটনাটি কখন ঘটেছিল তা বলা হয়নি। নয়াদিল্লি থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ভারত জানিয়েছে, সোমবার থেকে মঙ্গলবার রাতভর ‘পাকিস্তানি সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা উসকানিতে ছোট অস্ত্রের গুলিবর্ষণ করেছে।’ কুপওয়ারা এবং বারামুল্লা জেলার বিপরীত দিকের এলাকা এবং আখনুর সেক্টরেও এই গুলিবর্ষণ হয়েছে বলে জানিয়েছে ভারত। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তাদের সৈন্যরা ‘এই উসকানির কার্যকরভাবে জবাব দিয়েছে।’ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারত জানিয়েছে, মঙ্গলবার পাকিস্তানি নাগরিকদের চলে যাওয়ার শেষ তারিখ।
সূত্র: এএ্ফপি
এসজেড