স্বাস্থ্য অধিদপ্তরের প্রকল্পভিত্তিক নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা তাদের বকেয়া পরিশোধ ও চাকরি স্থায়ী করার দাবিতে মঙ্গলবার (২৯ এপ্রিল) মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে যানবাহন ঢোকা বা বের হওয়া বন্ধ হয়ে যায়।
আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা জানান, তারা গত রবিবার থেকে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সোমবার থেকে অনশন শুরু করেছেন। কর্তৃপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে মঙ্গলবার তারা গেটের ফটকে তালা ঝুলিয়ে দেন।
২০২০ সালে কভিড-১৯ মহামারির সময় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৩৯৩ জন স্বাস্থ্যকর্মীকে নিয়োগ দেয় সরকার। কভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস (ইআরপিপি) প্রকল্পের অধীনে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। পরে আরও কিছু স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে কর্মীর সংখ্যা ১ হাজার ১৫৪ জনে উন্নীত হয়। বর্তমানে প্রকল্পের অধীনে কাজ করছেন ১ হাজার ৪ জন।
তবে, প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও, স্বাস্থ্য অধিদপ্তরের মৌখিক আশ্বাসে জানুয়ারি থেকে তারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছিল, প্রকল্পটি ছয় মাস বাড়ানো হবে এবং অর্গানোগ্রাম (ওপি) করে তাদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে, তবে এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করছেন আন্দোলনকারীরা।
thebgbd.com/NA