ঢাকা | বঙ্গাব্দ

পাইলট ছাড়াই আকাশে বিমান, প্রানে বাঁচলেন দুই শতাধিক যাত্রী

এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, প্রথমে ক্যাপ্টেন দরজা খোলার জন্য নিয়মিত কোড দিয়ে চেষ্টা করেন, কিন্তু কো-পাইলট অসুস্থ থাকায় দরজা খুলতে ব্যর্থ হন।
  • নিজস্ব প্রতিবেদক | ১৮ মে, ২০২৫
পাইলট ছাড়াই আকাশে বিমান, প্রানে বাঁচলেন দুই শতাধিক যাত্রী ফাইল ছবি

স্পেনের আকাশে এক অদ্ভুত ও ভীতিকর ঘটনা ঘটে গেলো, যখন এক বিমান পাইলট ছাড়া প্রায় ১০ মিনিট উড়ল। সৌভাগ্যবশত, বিমানটির যাত্রীরা বড় কোনো দুর্ঘটনার শিকার না হয়ে নিরাপদে মাটিতে ফিরে আসেন।


এই ঘটনা ঘটে ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি, যখন লুফথানসার একটি এয়ারবাস এ৩২১ ফ্লাইট ফ্রাঙ্কফুর্ট থেকে স্পেনের সেভিলা যাওয়ার পথে আকাশে উড়ছিল। ওই সময়ে বিমানটির কো-পাইলট হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং অজ্ঞান হয়ে যান।


এই ঘটনায় স্প্যানিশ দুর্ঘটনা তদন্ত কর্তৃপক্ষ সিআইএআইএসি (CIAIC) একটি প্রতিবেদন প্রকাশ করে জানায়, উড়োজাহাজে মোট ১৯৯ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। ওই সময়েই বিমানটি পরিচালনার দায়িত্ব পড়ে পুরোপুরি অটোপাইলটের ওপর। অটোপাইলটের মাধ্যমে বিমানের গতি ও উচ্চতা বজায় ছিল, তবে ককপিটে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছিল, যা থেকে বোঝা যাচ্ছিল কো-পাইলট অসুস্থ।


এয়ারলাইন্সের তথ্য অনুযায়ী, প্রথমে ক্যাপ্টেন দরজা খোলার জন্য নিয়মিত কোড দিয়ে চেষ্টা করেন, কিন্তু কো-পাইলট অসুস্থ থাকায় দরজা খুলতে ব্যর্থ হন। পাঁচবার চেষ্টা করার পরও ফলস্বরূপ দরজা খুলে না দেয়ায়, ক্যাপ্টেন বিমানের নিয়ন্ত্রণ নিতে জরুরি কোড টাইপ করে ককপিটের দরজা খুলে ভিতরে প্রবেশ করেন। তারপর তিনি মাদ্রিদে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।


লুফথানসা জানায়, তারা এই ঘটনার বিষয়ে অবগত এবং ফ্লাইট সুরক্ষা বিভাগের তদন্তও চলছে। তবে, কোম্পানি তাদের নিজস্ব তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি।


অবশেষে, বিমানটির যাত্রীরা নিরাপদে মাদ্রিদে অবতরণ করেন এবং কো-পাইলটকে হাসপাতালে ভর্তি করা হয়।


thebgbd.com/NIT