ঢাকা | বঙ্গাব্দ

পাকিস্তান সফরের আগে আরব আমিরাতের সঙ্গে খেলবে বাংলাদেশ

  • নিজস্ব প্রতিবেদক | ০২ মে, ২০২৫
পাকিস্তান সফরের আগে আরব আমিরাতের সঙ্গে খেলবে বাংলাদেশ ফাইল ছবি

জিম্বাবুয়ের বিপক্ষে হতাশাজনক টেস্ট সিরিজ শেষে এবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিপাক্ষিক টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ শুক্রবার (২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিরিজের বিষয়টি নিশ্চিত করেছে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি)।


দুই ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ মে, যা হবে আমিরাতে বাংলাদেশের দ্বিতীয় দ্বিপাক্ষিক টি২০ সিরিজ। এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে দুবাইতে প্রথমবার মুখোমুখি হয়েছিল দুই দল।


সিরিজের পরপরই বাংলাদেশ দল পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলতে পাকিস্তানে পাড়ি দেবে।


আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান অপারেটিং কর্মকর্তা সুভান আহমদ বলেন, “বাংলাদেশ দলকে আবার স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। আমাদের লক্ষ্য জাতীয় দলকে মানসম্পন্ন প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ করে দেওয়া। এই সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির জন্য আদর্শ মঞ্চ হবে।”


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেন, “আন্তর্জাতিক ব্যস্ত সূচির আগে এই ম্যাচগুলো দলের জন্য গুরুত্বপূর্ণ প্রস্তুতি হবে। আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই সিরিজ আয়োজনের জন্য। আশা করি, এটি দুই বোর্ডের সম্পর্ক আরও শক্ত করবে এবং ক্রিকেটপ্রেমীদের উপভোগ্য অভিজ্ঞতা দেবে।”


thebgbd.com/NIT