অ্যাপল বিশ্বব্যাপী আইফোন ব্যবহারকারীদের সতর্ক করেছে যে, ‘মার্সেনারি’ নামের স্পাইওয়্যার হামলা হতে পারে। এই হামলা বিশেষভাবে নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করে হতে পারে, যেমন সাংবাদিক, মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতা বা সমাজে প্রভাবশালী ব্যক্তিরা।
স্পাইওয়্যার হল একটি ম্যালওয়্যার, যা ফোনের তথ্য চুরি করে এবং সাইবার অপরাধীদের কাছে পাঠায়। এর মাধ্যমে আড়িপাতার অ্যাপ ও স্পাইওয়্যার ব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তির অনলাইন বা দৈনন্দিন কার্যক্রমে নজরদারি করা হয়। অ্যাপল এ কারণে সব আইফোন ব্যবহারকারীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।
স্পাইওয়্যার হামলা থেকে রক্ষা পেতে অ্যাপল আইফোনে নিয়মিত সফটওয়্যার হালনাগাদ, শক্তিশালী পাসকোড ব্যবহার, টু ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা এবং অপরিচিত লিংকে ক্লিক না করার আহ্বান জানিয়েছে।
thebgbd.com/NA