ঢাকা | বঙ্গাব্দ

ভারত-পাকিস্তান সম্পর্ক: উত্তেজনার মাঝেই ফের পাল্টাপাল্টি সিদ্ধান্ত

  • অনলাইন ডেস্ক | ০৪ মে, ২০২৫
ভারত-পাকিস্তান সম্পর্ক: উত্তেজনার মাঝেই ফের পাল্টাপাল্টি সিদ্ধান্ত ফাইল ছবি

কাশ্মীরের পাহেলগামে সম্প্রতি প্রাণঘাতী এক হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে চলা উত্তেজনা কিছুতেই থামছে না। হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ভারত কোনো প্রমাণ ছাড়াই হামলার পেছনে সীমান্ত পারাপারের যোগসূত্রের ইঙ্গিত দিলেও পাকিস্তান তা প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।


এই ঘটনার পর দুই দেশই একে অপরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে। সম্প্রতি ভারত প্রথমে জানায়, পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ ভারতের কোনো বন্দরে ভিড়তে পারবে না এবং ভারতীয় পতাকাবাহী জাহাজ পাকিস্তানের কোনো বন্দরে যাবে না।


এর পাল্টা হিসেবে পাকিস্তানও একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে। এখন থেকে ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানের বন্দরে ঢুকতে পারবে না এবং পাকিস্তানিও ভারতীয় বন্দর ব্যবহার করতে পারবে না।


পাশাপাশি ভারত জানিয়েছে, পাকিস্তানি প্লেনগুলোর জন্য তাদের আকাশসীমা ২৩ মে পর্যন্ত বন্ধ থাকবে এবং পাকিস্তানের সংবাদমাধ্যম ও নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টও ব্লক করা হয়েছে।


পাকিস্তানও জবাব হিসেবে ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে, সীমান্ত বাণিজ্য বন্ধ করেছে এবং তাদের আকাশসীমা ভারতীয় প্লেনের জন্য বন্ধ করেছে। তবে আফগানিস্তান থেকে ভারতমুখী ১৫০টি ট্রাককে সম্প্রতি ওয়াঘা সীমান্ত পার হওয়ার অনুমতি দেয় পাকিস্তান।


এছাড়াও ভারত ঘোষণা করেছে যে পাকিস্তান থেকে আসা বা পাকিস্তান হয়ে আসা সব ধরনের পণ্যের আমদানি নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে ডাক ও পার্সেল সেবাও বন্ধ করে দিয়েছে দেশটি। ভারতের যোগাযোগ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পাকিস্তান থেকে আকাশ ও স্থলপথে আসা সব ধরনের চিঠিপত্র এবং পার্সেল এখন থেকে গ্রহণ করা হবে না।


২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্য ও ডাকসেবা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। তখন পাকিস্তান চিঠিপত্র পাঠানো বন্ধ করলেও কিছুদিন পর আবার চালু করে। তবে পার্সেল সেবা বন্ধই ছিল।


বর্তমান পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক আরও তলানিতে পৌঁছেছে এবং নতুন করে উত্তেজনা সৃষ্টির শঙ্কা বাড়ছে।


thebgbd.com/NIT