ঢাকা | বঙ্গাব্দ

ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই

চলে গেলেন দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
  • নিজস্ব প্রতিবেদক | ০৪ মে, ২০২৫
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই ছবি : সংগৃহীত।

চলে গেলেন দেশের প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। আজ রোববার (৪ মে) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।


তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার জুনিয়র অ্যাডভোকেট শিশির মনির ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।


দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন ব্যারিস্টার রাজ্জাক। সর্বশেষ রাজধানীর ইবনে সিনা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। বিকেল ৪টা ১০ মিনিটে তিনি মারা যান।


এক সময় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন। পরে দলটির রাজনৈতিক অবস্থান নিয়ে মতবিরোধের জেরে পদত্যাগ করেন।


ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত ও বিএনপির শীর্ষ নেতাদের পক্ষে প্রধান আইনজীবী। দেশের অন্যতম ফৌজদারি মামলার বিশেষজ্ঞ হিসেবে তার খ্যাতি ছিল সুপ্রতিষ্ঠিত।


তার মৃত্যুতে দেশের আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।


thebgbd.com/NA