দীর্ঘদিন ধরে ইতালির ভিসার অপেক্ষায় থাকা প্রায় ৫০ হাজার বাংলাদেশি কর্মীর ভাগ্য নির্ধারিত হতে পারে আজ। বৈধ অভিবাসন নিয়ে আলোচনা এবং শ্রমবাজার সম্প্রসারণে সমঝোতা স্মারক (এমওইউ) সই করতে ঢাকায় এসেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসি।
দু’দিনের সফরে তিনি আজ দুপুরে ঢাকায় পৌঁছাবেন এবং মঙ্গলবার সকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ এমওইউ স্বাক্ষর করবেন। এই চুক্তির মাধ্যমে ইতালি বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে লক্ষাধিক দক্ষ ও অদক্ষ কর্মী নেবে বলে আশা করা হচ্ছে।
ইতালির ভিসা পেতে অনেক বাংলাদেশি মাসের পর মাস অপেক্ষা করছেন। অভিযোগ রয়েছে, দালালদের ভুল এবং ভুয়া নথিপত্র জমার কারণে ভিসা প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে। ইতালি সরকার অধিকতর যাচাই-বাছাইয়ের জন্য ধীরে ভিসা দিচ্ছে।
সফরে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও বৈঠক করবেন। আলোচনায় অবৈধ অভিবাসন রোধ, নিরাপত্তা সহযোগিতা এবং বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানো নিয়ে আলোচনা হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই সফরের মাধ্যমে বৈধ পথে ইতালি যাওয়ার সুযোগ প্রসারিত হবে এবং দীর্ঘ প্রতীক্ষায় থাকা কর্মীদের ভিসা পাওয়ার জট খুলবে।
thebgbd.com/NA