ঢাকা | বঙ্গাব্দ

বৈভবকে নিয়ে যা বললেন মোদি

৩৫ বলে রেকর্ডগড়া সেঞ্চুরি—চলমান আইপিএলে আলাদাভাবে নজর কেড়েছেন ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। তার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট দুনিয়া। এবার এই ‘বিস্ময় বালকে’র প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।
  • নিজস্ব প্রতিবেদক | ০৫ মে, ২০২৫
বৈভবকে নিয়ে যা বললেন মোদি সংগৃহীত

ছক্কা মেরে আইপিএল ক্যারিয়ার শুরু। এরপর নিজের মাত্র তৃতীয় ম্যাচেই ৩৫ বলে রেকর্ডগড়া সেঞ্চুরি—চলমান আইপিএলে আলাদাভাবে নজর কেড়েছেন ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী। তার প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট দুনিয়া। এবার এই ‘বিস্ময় বালকে’র প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।


খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বৈভবকে নিয়ে মোদি বলেন, “আমরা সবাই বৈভব সূর্যবংশীর পারফরম্যান্স দেখেছি। আইপিএলে অসাধারণ খেলছে। বিহারের ছেলে বৈভব এত অল্প বয়সেও এত বড় রেকর্ড তৈরি করেছে। অনেক পরিশ্রমের ফসল এটা। বিভিন্ন স্তরে ম্যাচ খেলার অভিজ্ঞতাও এক্ষেত্রে কাজে লেগেছে।”


মাত্র ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক নজির গড়েছেন বৈভব। বিশ্বে এত কম বয়সে সেঞ্চুরি করার রেকর্ড আর কারো নেই। এ ছাড়া ইউসুফ পাঠানকে টপকে আইপিএলে ভারতীয়দের মধ্যে দ্রুততম শতরান করেছে বিহারের এই ক্রিকেটার। তার এই সেঞ্চুরি দেশটির ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে বলে মোদির সংযোজন, “যে যত বেশি খেলবে, তার তত উন্নতি হবে।” 


অবশ্য, ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসার দিনেই ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২ বলে ৪ রানে আউট হয়েছেন বৈভব। তার দল রাজস্থান রয়্যালসও শেষ পর্যন্ত কেকেআরের কাছে ১ রানে হেরে যায়। এর আগের ম্যাচে ২ বল খেলে কোনো রান করতে পারেননি বৈভব। 


প্রসঙ্গত, সামনেই বিহারে নির্বাচন রয়েছে। অনেকের ধারণা, নির্বাচনের আগে ‘বিহারের ছেলে’ বৈভবকে নিয়ে মোদির এমন মন্তব্য তাৎপর্যপূর্ণ।


thebgbd.com/NIT