ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে এনসিপির সমর্থন নেই: হাসনাত আব্দুল্লাহ

হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যার রাজনৈতিক এজেন্ডায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণ নেই, তার সঙ্গে এনসিপিরও কোনো সম্পর্ক নেই।
  • নিজস্ব প্রতিবেদক | ০৮ মে, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে এনসিপির সমর্থন নেই: হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, যার রাজনৈতিক এজেন্ডায় আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধকরণ নেই, তার সঙ্গে এনসিপিরও কোনো সম্পর্ক নেই।


আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।


তিনি লেখেন, ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন চলতি মাসেই বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে অন্তত তেইশটি বৈঠক করেছে। তার অভিযোগ, পরিকল্পিতভাবে বিচারের নামে সময়ক্ষেপণ করে আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ দেওয়া হচ্ছে এবং এক পর্যায়ে বলা হবে, কোনো সময়ের জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সঠিক নয়।


উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর, আন্দোলনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্মের নেতা হাসনাত এনসিপিতে শীর্ষ পদে আসেন।


thebgbd.com/NIT