ঢাকা | বঙ্গাব্দ

আ.লীগ কর্মীদের বিএনপিতে অন্তর্ভুক্তির খবর মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: রিজভী

  • নিজস্ব প্রতিবেদক | ০৮ মে, ২০২৫
আ.লীগ কর্মীদের বিএনপিতে অন্তর্ভুক্তির খবর মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত: রিজভী ফাইল ছবি

আওয়ামী লীগের ক্লিন ইমেজধারী কর্মীরাও বিএনপিতে যোগ দিতে পারবেন—এমন সংবাদকে “মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” বলে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।


বৃহস্পতিবার (৮ মে) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার বক্তব্য বিকৃত করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা আমি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।”


তিনি ব্যাখ্যা করেন, “যারা দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন, ফ্যাসিবাদী শাসনের আগে দল ত্যাগ করেছেন বা আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তাদের বিএনপিতে যোগ দেওয়ার সুযোগ রয়েছে।”


রিজভী আরও বলেন, “আমরা চাই সজ্জন, ভদ্র, নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ—যেমন শিক্ষক, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, এনজিও কর্মী, কৃষক, শ্রমিক—যারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করেন, তারা বিএনপির প্রাথমিক সদস্য হতে পারেন।”


তিনি গণমাধ্যমকে সঠিক বক্তব্য প্রচারের অনুরোধ জানান।


thebgbd.com/NIT