ঢাকা | বঙ্গাব্দ

ভারতের ২৪টি বিমানবন্দর সাময়িক বন্ধ

শনিবার সকালে বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।
  • অনলাইন ডেস্ক | ০৯ মে, ২০২৫
ভারতের ২৪টি বিমানবন্দর সাময়িক বন্ধ লুধিয়ানা বিমানবন্দরের প্রবেশমুখ।

ভারত উত্তরাঞ্চলের ২৪টি বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল স্থগিত করেছে। ভারত সরকার বৃহস্পতিবার রাতে বেসামরিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া ২৪টি বিমানবন্দরের একটি তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে পাকিস্তানের পশ্চিম সীমান্তের কাছে যোধপুর, লুধিয়ানা এবং অমৃতসর শহরগুলোও রয়েছে। মুম্বাই থেকে এএফপি এই খবর জানায়।


বুধবার থেকে এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো এবং স্পাইসজেটসহ ভারতের কয়েকটি বড় বিমান সংস্থা ১০০টিরও বেশি ফ্লাইট বাতিল করেছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার সকালে বেসামরিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে।


ভারতীয় বিমান সংস্থাগুলো অন্যান্য বিমানবন্দর থেকে উড্ডয়নকারী যাত্রীদের পরামর্শ দিয়ে বলেছে যাত্রার কমপক্ষে তিন ঘণ্টা আগে পৌঁছাতে হবে। এই ক্ষেত্রে যাত্রীদের বাড়তি নিরপাত্তার ব্যবস্থা করা হয়েছে।


সূত্র: এএফপি


এসজেড