ঢাকা | বঙ্গাব্দ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী, প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার

  • নিজস্ব প্রতিবেদক | ০৯ মে, ২০২৫
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজধানী, প্রজ্ঞাপন হলেই ‘শাহবাগ ব্লকেড’ প্রত্যাহার ফাইল ছবি

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। শুক্রবার রাত ৯টা পর্যন্ত শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের বিভিন্ন দলে বিভক্ত হয়ে অবস্থান নিতে ও স্লোগান দিতে দেখা যায়। তাঁদের প্রধান দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করতে হবে, তা না হলে তাঁরা রাস্তা ছাড়বেন না।

সরাসরি শাহবাগ মোড়ে গিয়ে দেখা যায়, আন্দোলনকারীরা স্লোগান দিতে দিতে মোড়টি পুরোপুরি বন্ধ করে রেখেছেন। তাঁদের সব স্লোগানের কেন্দ্রবিন্দু একটাই—আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা। সেখানে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা আলাদা আলাদাভাবে জমায়েত হয়ে একই দাবিতে স্লোগান দিচ্ছেন। মুফতি জসিম উদ্দিন রাহমানী ও তাঁর অনুসারীরাও একই দাবিতে সেখানে উপস্থিত হন।

আন্দোলনকারীরা ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘এই মুহূর্তে ব্যান চাই, আওয়ামী লীগের ব্যান চাই’, ‘আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ এবং ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’—এসব স্লোগান দিতে দিতে অবস্থান চালিয়ে যাচ্ছেন। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে লেখা পোস্টার।

রাত ৯টার দিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। শাহবাগেই আওয়ামী লীগের কবর খুঁড়ব।’ সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেরি করলে শুধু শাহবাগ নয়, সারা বাংলাদেশে অবরোধ দেওয়া হবে। তিনি একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রও প্রকাশের দাবি জানান।

জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মাহমুদুর রহমান খান সোহেলের স্ত্রী মরিয়ম খানম বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা তাঁদের প্রাণের দাবি। তিনি প্রশ্ন রাখেন, ৫ আগস্টের পর এতদিন পার হয়ে গেলেও কেন দলটিকে নিষিদ্ধ করা হলো না, কেন তাঁদের রাস্তায় নামতে হলো?

আন্দোলনে অংশ নিয়ে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন বলেন, তাঁরা কোনো দলের প্রতিনিধি হিসেবে নয়, সাধারণ নাগরিক হিসেবে আন্দোলনে অংশ নিয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি আজিজুল হক ইসলামাবাদী বলেন, আওয়ামী লীগকে বাংলার জমিনে রাজনীতি করতে দেওয়া যাবে না, অবিলম্বে নিষিদ্ধ করতে হবে।

এই অবরোধ কর্মসূচি বিকেল পৌনে পাঁচটার দিকে শুরু হয়। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে ফোয়ারার কাছে একটি অস্থায়ী মঞ্চে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ অবরোধের ঘোষণা দেন। এরপর আন্দোলনকারীরা মিছিলসহ শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।

ঘোষণার ধারাবাহিকতায়, জুমার নামাজের পর থেকে যমুনার পূর্ব পাশে ফোয়ারার সামনে জমায়েত শুরু হয়। আগের রাতে আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ। পরে রাত ১০টার দিকে যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। আজ সকাল সাড়ে আটটার দিকে তিনি ও এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বড় জমায়েতের ঘোষণা দেন, যেখান থেকেই শাহবাগ অবরোধ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।


thebgbd.com/NIT