আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী সোমবার (১৩ মে) জমা দেওয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
তিনি শুক্রবার ফেসবুকে বলেন, তদন্ত প্রতিবেদন দাখিলের পর ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে।
এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকেও আসামি করা হয়েছে।
এর আগে চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
এই প্রতিবেদন ট্রাইব্যুনালে ২৫ মে’র মধ্যে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়ার কথা থাকলেও তার আগেই তা জমা দেওয়া হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
thebgbd.com/NIT