ঢাকা | বঙ্গাব্দ

পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান, কাশ্মীরে বিস্ফোরণ ও ব্ল্যাকআউট

  • অনলাইন ডেস্ক | ১০ মে, ২০২৫
পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত-পাকিস্তান, কাশ্মীরে বিস্ফোরণ ও ব্ল্যাকআউট ফাইল ছবি

পাকিস্তান দাবি করেছে, ভারতীয় হামলার জবাবে তারা ভারতের কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। শনিবার সকালে দেওয়া এক সরকারি বিবৃতিতে জানানো হয়, ভারতের তিনটি বিমানঘাঁটিতে চালানো ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় পাকিস্তান এই পদক্ষেপ নেয়। দেশটির সরকার এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’, যার আরবি অর্থ ‘দৃঢ়, সুশৃঙ্খল ও অপ্রতিরোধ্য দেয়াল’।


আল–জাজিরার খবরে বলা হয়েছে, পাকিস্তানের পক্ষ থেকে ফজরের নামাজের পরপর ভারতের কিছু নির্ধারিত স্থাপনায় হামলা চালানো হয়। দেশটির সামরিক সূত্রে এসব তথ্য এক্সে প্রকাশ করেন সংবাদদাতা ওসামা বিন জাভেদ।


এদিকে ভারতীয় সংবাদমাধ্যম ANI জানায়, জম্মু–কাশ্মীরের উদমপুরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারা প্রকাশিত এক ভিডিওতে বিস্ফোরণের পর আকাশে ঘন কালো ধোঁয়ার দৃশ্য তুলে ধরেছে। যদিও আল-জাজিরা স্বাধীনভাবে এই ফুটেজ যাচাই করতে পারেনি।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভারতের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই পাল্টা হামলা নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে তারা জানিয়েছে, আজ ভোর ৫টা ৪৫ মিনিটে শ্রীনগরে পরপর দুটি বড় বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং ২০ মিনিটের ব্যবধানে আরও তিনটি বিস্ফোরণ ঘটে। শহরজুড়ে পুরো ব্ল্যাকআউট পরিস্থিতি দেখা গেছে।


প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ভারত এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপালেও ইসলামাবাদ তা প্রত্যাখ্যান করেছে।


এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে টানাপোড়েন তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার রাতে ভারত পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা চালায় বলে দাবি করা হয়। তারপর থেকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে চলছে পাল্টাপাল্টি হামলা।


বিশ্বের সামরিক শক্তিগুলোর নজর এখন এই দুই পরমাণু শক্তিধর দেশের দিকেই।


thebgbd.com/NIT