ঢাকা | বঙ্গাব্দ

চরম উত্তেজনার মধ্যে ১০০ কোটির ঋণ পেল পাকিস্তান, ভারতের বিরোধিতা

আইএমএফ জানায়, পাকিস্তান অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে যে নীতিগত পদক্ষেপ নিয়েছে, তা ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে।
  • অনলাইন ডেস্ক | ১০ মে, ২০২৫
চরম উত্তেজনার মধ্যে ১০০ কোটির ঋণ পেল পাকিস্তান, ভারতের বিরোধিতা ফাইল ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে তাদের চলমান ৭০০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় নতুন করে ১০০ কোটি ডলার নগদ ঋণ ছাড় করেছে। শুক্রবার এই ঋণ ছাড়ের অনুমোদন মেলে, যা কর্মসূচির প্রথম ধাপের মূল্যায়নের পর আসে।


এছাড়া জলবায়ু সহনশীলতা তহবিল থেকেও পাকিস্তানের জন্য ১৪০ কোটি ডলারের অতিরিক্ত ঋণ অনুমোদন দিয়েছে আইএমএফ, যদিও এই তহবিল থেকে এখনো কোনো অর্থ ছাড় করা হয়নি।


আইএমএফ জানায়, পাকিস্তান অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনে যে নীতিগত পদক্ষেপ নিয়েছে, তা ইতিবাচক অগ্রগতি দেখিয়েছে। গত বছর মাঝামাঝি ৭০০ কোটি ডলারের এই কর্মসূচি শুরু হয়, যার উদ্দেশ্য দেশটির দুর্বল অর্থনীতি পুনরুদ্ধার করা।


তবে পাকিস্তানকে ঋণ দেওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আইএমএফের বোর্ড সভায় ভারত জানায়, এই অর্থ সীমান্তে সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত হতে পারে।


পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “আইএমএফ কর্মসূচি বন্ধ করতে ভারতের অপচেষ্টা ব্যর্থ হয়েছে।”


এদিকে, সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার পেছনে রয়েছে ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনা। এর জেরে শুরু হওয়া পাল্টাপাল্টি হামলায় এখনো ক্ষেপণাস্ত্র, ড্রোন ও যুদ্ধবিমান ব্যবহার হচ্ছে।


thebgbd.com/NIT