ঢাকা | বঙ্গাব্দ

হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ মে, ২০২৫
হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী-এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (১২ মে) দুপুরে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান এই আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানিয়েছেন, জামিন আবেদন নামঞ্জুর হলেও আদালত ডিভিশনের আবেদন মঞ্জুর করেছেন। তিনি অভিযোগ করেন, “দোষী শামীম ওসমানকে নির্বিঘ্নে দেশ ছাড়তে দেওয়া হয়েছে, অথচ আইভীকে গ্রেপ্তার করা হয়েছে।”

এর আগে গত শুক্রবার (১০ মে) ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা চুনকা কুটির থেকে ডা. আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদির এর আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আছেন।

এই মামলা ঘিরে নারায়ণগঞ্জে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য তৈরি হয়েছে।

thebgbd.com/NA