রাজধানীর শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যার ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজের মাধ্যমে এক তরুণকে গ্রেপ্তার করেছে। পুলিশ দাবি করেছে, গ্রেপ্তার তরুণ নিহত দুই বোনের ছোট বোনের ছেলে, তার নাম গোলাম রব্বানী (১৮), ওরফে তাজ। রবিবার রাতে ঝালকাঠির সদর উপজেলার আছিয়ার গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোলাম রব্বানী পুরোনো বাইসাইকেল কেনার জন্য ৩ হাজার টাকা দরকার ছিল। এজন্য তিনি তার খালার বাসায় গিয়ে টাকা চান, কিন্তু খালা রাজি না হলে মানিব্যাগ থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েন। এরপর খালা তাকে মাকে বলে দেবেন বলে ভয় দেখালে, সে প্রথমে খালাকে এবং পরে তার মা মরিয়ম বেগম ও খালা সুফিয়া বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ঘটনার পর সিসিটিভি ফুটেজের ভিত্তিতে খুনি শনাক্ত করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে শেওড়াপাড়ার একটি ফ্ল্যাটে ৬০ বছর বয়সী মরিয়ম বেগম এবং ৫২ বছর বয়সী সুফিয়া বেগমকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। নিহতদের মেয়ের মতে, খুনি পরিচিত কেউ ছিল, কারণ বাসায় প্রবেশের জন্য অন্য কেউ সুযোগ পেত না।
ডিএমপির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানিয়েছেন, এবং তদন্ত অব্যাহত আছে।
thebgbd.com/NIT