ফিলিস্তিনের গাজা থেকে স্বাধীনতাকামী হামাসকে তাড়াতে মিশরের ওপর চাপ সৃষ্টি করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দেল আতিকে বলেছেন, ‘হামাস যাতে আর কখনো গাজা শাসন করতে না পারে তা ঠেকানোর জন্য দুই পক্ষের মধ্যে সব ধরনের সহযোগিতা থাকা প্রয়োজন।’ কায়রো থেকে এএফপি এই খবর জানায়।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালালে গাজায় দীর্ঘ দেড় বছরের আগ্রাসনে ইসরায়েল ৪৭ হাজার ৬শ’ ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করে। যাদের বেশির ভাগই ছিল নারী ও শিশু। কিন্তু তারপরও হামাসকে নির্মূল করা যায়নি। বরং হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে বন্দি ইসরায়েলিদের উদ্ধারের চেষ্টা করছে।
ইসরায়েল যখন তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে তখন ট্রাম্প ক্ষমতায় বসেই গাজাকে ফিলিস্তিনি মুক্ত করতে চাইছেন এবং সেখানকার অধিবাসীদের মিশর ও জর্ডানে চলে যাওয়ার কথা বলছেন।
সূত্র: এএফপি
এসজেড