শান্তি সম্ভব কিনা তা নির্ধারণের জন্য সরাসরি আলোচনা প্রয়োজন বলে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভøাাদিমির পুতিনের সঙ্গে তুরস্কে ‘ব্যক্তিগতভাবে’ দেখা করতে ইচ্ছুক।
কিয়েভ থেকে এএফপি জানায়, তবে জেলেনস্কির প্রস্তাবের তাৎক্ষণিক সাড়া দেয়নি ক্রেমলিন। শনিবার কিয়েভ ও তার মিত্রদের প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতি রাশিয়া প্রত্যাখ্যান করলেও তিনি সেখানে যোগ দেবেন কিনা ইউক্রেনের নেতা সে সম্পর্কে কিছু বলেননি।
২০২২ সালের মার্চ মাসে ইস্তাম্বুলে তাদের শেষ বৈঠকে, রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবটি বর্তমানে বাতিল রয়েছে ওই প্রস্তাবে কিয়েভকে নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে এবং ন্যাটোর যেকোনো উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে চাপ প্রয়োগ করা হয়।
জেলেনস্কি এক্স-এ এক পোস্টে বলেন,‘কূটনীতির প্রয়োজনীয় ভিত্তি প্রদানের লক্ষ্যে আমরা আগামীকাল থেকে শুরু হওয়া একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির অপেক্ষায় আছি।’ তিনি আরো বলেন, ‘হত্যাকাণ্ড দীর্ঘায়িত করা অর্থহীন। বৃহস্পতিবার তুরস্কে ব্যক্তিগতভাবে পুতিনের জন্য অপেক্ষা করব। আশা করি এবার রাশিয়ানরা অজুহাত খুঁজবে না।’
সূত্র: এএফপি
এসজেড