ঢাকা | বঙ্গাব্দ

সব জল্পনা-কল্পনার অবসান, ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি

অনেক নাটকীয়তার পর শেষ হচ্ছে কার্লো আনচেলত্তির দলবদল সাগা। রিয়াল মাদ্রিদ ছেড়ে শেষ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটেই যোগ দিচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কোচ।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ মে, ২০২৫
সব জল্পনা-কল্পনার অবসান, ব্রাজিলের কোচ হচ্ছেন আনচেলত্তি মে মাসের শেষ সপ্তাহে ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি।

একটা অধ্যায়ের সমাপ্তি বলা যায় একে! রিয়াল মাদ্রিদকে সম্ভাব্য সবকিছু জিতিয়ে চলে যাচ্ছেন কার্লো আনচেলত্তির। জীবনানন্দ দাশ লিখেছিলেন, 'প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়', আনচেলত্তি-রিয়াল মাদ্রিদের প্রেম না মরলেও নক্ষত্রের পতন অনিবার্য। মাদ্রিদের ইতিহাসের অন্যতম সেরা হয়েই ক্লাব ছাড়ছেন এই ইতালিয়ান কিংবদন্তি। ভবিষ্যৎ গন্তব্যও অবশ্য সকলের জানা। এই চিত্রনাট্যও একই নাট্যকারের লেখা। সাফল্যের জন্য বুভুক্ষু হয়ে ওঠা বিশ্বের সফলতম জাতীয় দলের দায়িত্বই নিতে যাচ্ছেন তিনি।


অনেক নাটকীয়তার পর শেষ হচ্ছে কার্লো আনচেলত্তির দলবদল সাগা। রিয়াল মাদ্রিদ ছেড়ে শেষ পর্যন্ত ব্রাজিলের ডাগআউটেই যোগ দিচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কোচ। ৬৫ বছর বয়সী আনচেলত্তি যে ব্রাজিলের কোচ হচ্ছেন তা নিশ্চিত করেছেন ইতালিয়ান সাংবাদিক ফাব্রিজিও রোমানো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিও জানিয়েছে একই খবর।


আনচেলত্তি যে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন তা বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল। কিন্তু সবকিছু যখন নিশ্চিত, তখন বেঁকে বসেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তির একটি ধারা নিয়ে জটিলতা দেখা দেয়ায় ভেঙে যেতে বসে এই চুক্তি। পরে অবশ্য সেই জটিলতা কেটে যায়।


গতকাল এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে হারের পর আজ প্রথমে জাবি আলোনসোর আগামী মৌসুমে রিয়ালের  কোচ হওয়ার খবরটি দেন রোমানো। এরপর কিছুক্ষণ আগে আনচেলত্তির খবরটি দেন তিনি।


রোমানো জানিয়েছেন, আনচেলত্তির স্টাফ হিসেবে কারা আসছেন তাও নিশ্চিত হয়েছে। চুক্তির কাগজপত্রও তৈরি হয়ে গেছে। লিগে সোসিয়েদাদের বিপক্ষে শেষ ম্যাচের পর রিয়ালের কোচের দায়িত্ব ছাড়বেন এই ইতালিয়ান। তার আগে ক্লাব তার জন্য বিশেষ বিদায়ী সংবর্ধনার আয়োজন করবে।


বিবিসি জানিয়েছে, আগামী ২৬ মে ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি। জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে কোচের ভূমিকায় ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন তিনি।


রিয়ালের কোচ হিসেবে ২০১৩-২০১৫ এবং ২০২১ থেকে এখন পর্যন্ত দুই দফায় ১৫টি শিরোপা জিতিয়েছেন আনচেলত্তি। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের ডবল জেতান ক্লাবটিকে। রিয়ালকে সর্বমোট দুটি লা লিগা ও তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জিতিয়েছেন তিনি। 


thebgbd.com/NIT