ঢাকা | বঙ্গাব্দ

নেই রোনালদো, ৯ গোলে জিতল আল নাসর

ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে আল নাসর যে এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখাবে, তা হয়তো অনেকেই ভাবেননি।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ মে, ২০২৫
নেই রোনালদো, ৯ গোলে জিতল আল নাসর ছবি : সংগৃহীত।

ক্রিস্টিয়ানো রোনালদোর অনুপস্থিতিতে আল নাসর যে এমন দুর্দান্ত পারফরম্যান্স দেখাবে, তা হয়তো অনেকেই ভাবেননি। তবে সৌদি প্রো লিগের গতরাতের ম্যাচে ঠিক সেটাই হলো—রোনালদোকে ছাড়াই আল আকদৌদের বিপক্ষে ৯–০ গোলের রেকর্ড জয় তুলে নিল আল নাসর। ক্লাবটির ইতিহাসে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় ব্যবধানে জয়।


এই ম্যাচে গোলের জোয়ারে ভাসেন সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে। প্রথমার্ধে একটি এবং দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে একাই চারবার জালে বল জড়ান এই সাবেক লিভারপুল তারকা। ম্যাচের ১৬ মিনিটেই আয়মান ইয়াহা গোল করে দলকে এগিয়ে দেন। এরপর একে একে গোল করেন জন দুরান, মার্সেলো ব্রোজোভিচ এবং প্রথমার্ধের শেষদিকে প্রথম গোলটি করেন মানে।


দ্বিতীয়ার্ধে ফের দাপট দেখায় আল নাসর। ৫২ মিনিটে মানে নিজের দ্বিতীয় গোলটি করেন, এরপর ৫৯ ও ৬৪ মিনিটে আরও দুটি গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। তবে সেখানেই থামেননি তিনি। ৭৪ মিনিটে নিজের চতুর্থ গোলটি করে আল নাসরের গোলসংখ্যা ৮–এ পৌঁছে দেন। অতিরিক্ত সময়ের একেবারে শেষে মোহাম্মদ মারান দলের নবম গোলটি করেন, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের জয় হিসেবে রেকর্ডে উঠে গেল।


তবে এই জয়ের মাঝেও একটি বাস্তবতা আল নাসরকে তাড়া করছে—রোনালদোর দল সৌদি লিগে শিরোপার লড়াই থেকে আগেই ছিটকে গেছে। এখন তাদের লক্ষ্য এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়া। সমান ৩১ ম্যাচে তাদের সংগ্রহ ৬৩ পয়েন্ট, যেখানে প্রতিদ্বন্দ্বী আল কাদসিয়া ও আল আহলির পয়েন্ট যথাক্রমে ৬২ ও ৬১। ফলে বাকি তিন ম্যাচে কোনো ভুল হলেই আল নাসর বাদ পড়ে যেতে পারে প্রতিযোগিতা থেকে।


এই কঠিন সময়ে কোচ স্টেফানো পিওলি রোনালদোকে বিশ্রাম দিয়ে মাঠে পাঠিয়েছিলেন তারুণ্য ও গতি নির্ভর একটি দল। ফলাফল—একতরফা গোল বন্যা এবং ক্লাব ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা।


thebgbd.com/NA