ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় আটক হওয়ার পর পালিয়ে যাওয়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসিরউদ্দিনকে ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। পরিবার বলছে, তিনি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন, অন্যদিকে পুলিশ দাবি করছে—তাকে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে নাসিরউদ্দিন একটি মাইক্রোবাসে করে আলফাডাঙ্গা থানায় যান। ছোট ভাই তৈয়বুর রহমান জানিয়েছেন, ভয় পেয়ে থানায় আটক অবস্থায় পালিয়ে যান নাসিরউদ্দিন। পরে পরিবারের পক্ষ থেকে খোঁজাখুঁজি করে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাঁকে থানায় আত্মসমর্পণের পরামর্শ দেওয়া হয়।
অন্যদিকে, থানার ওসি হারুন অর রশিদ জানান, আত্মসমর্পণের কথা সঠিক নয়। বরং গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে পুলিশ গোপালগঞ্জ থেকে তাকে ধরে এনেছে। তার বিরুদ্ধে কী মামলা হবে—বিস্ফোরক আইনে নাকি অন্য কোনো আইনে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হচ্ছে।
নাসিরউদ্দিনের বড় ভাই নবাব আলীকেও থানা থেকে আটক করে রাখা হয়েছে। তাকে ছেড়ে দেওয়া হবে নাকি গ্রেপ্তার দেখানো হবে, সেই সিদ্ধান্তও এখনো হয়নি বলে জানিয়েছেন ওসি।
তৈয়বুর রহমান বলেন, "আমার ভাই রাজনীতি করেন, কিন্তু কোনো মামলায় জড়িত নন। শুধু ভয় পেয়েই পালিয়েছিলেন। আইনকে সম্মান জানিয়ে নিজেই ফিরে এসেছেন।"
thebgbd.com/NA