ঢাকা | বঙ্গাব্দ

দুই ভাগে বিভক্ত এনবিআর

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন থেকে আর একক সংস্থা নয়—এটি ভেঙে গঠিত হলো দুটি স্বতন্ত্র বিভাগ: রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা।
  • নিজস্ব প্রতিবেদক | ১৩ মে, ২০২৫
দুই ভাগে বিভক্ত এনবিআর ছবি : সংগৃহীত।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এখন থেকে আর একক সংস্থা নয়—এটি ভেঙে গঠিত হলো দুটি স্বতন্ত্র বিভাগ: রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা। গতকাল রাতে এই বিভাজন নিয়ে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।


বহুল আলোচিত এই কাঠামোগত পরিবর্তন এসেছে আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তাদের মতামত উপেক্ষা করেই। যদিও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসন ক্যাডারের পাশাপাশি ওই দুই ক্যাডারের কর্মকর্তাদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে।


অধ্যাদেশ অনুযায়ী, রাজস্ব নীতি বিভাগ মূলত কর সংক্রান্ত নীতিমালা তৈরি ও কর আদায়ের অগ্রগতি পর্যবেক্ষণের দায়িত্বে থাকবে। অন্যদিকে, রাজস্ব আদায় ও ব্যবস্থাপনার মূল দায়িত্ব পালন করবে রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।


thebgbd.com/NA