ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ হঠাৎ ছুটিতে গেছেন, যা নিয়ে কূটনৈতিক মহলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়েছে।
১১ মে তিনি দুবাই হয়ে ইসলামাবাদে রওনা হন। সেদিনই পাকিস্তান হাইকমিশন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে তাঁর অনুপস্থিতির বিষয়টি জানায়। তবে ছুটির মেয়াদ নিয়ে প্রথমে স্পষ্ট কিছু না জানালেও পরে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়, তিনি দুই সপ্তাহের ছুটিতে থাকবেন। তাঁর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন উপহাইকমিশনার মুহাম্মদ আসিফ।
বিশেষ করে ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর সৈয়দ মারুফ বাংলাদেশে পাকিস্তানের কূটনৈতিক তৎপরতা জোরদারে ‘অত্যন্ত সক্রিয়’ ভূমিকা পালন করছিলেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক, দেশের বিভিন্ন জেলায় সফর এবং দ্বিপাক্ষিক সফরের আয়োজনসহ নানা কর্মকাণ্ডে তাঁর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সর্বশেষ ৯ মে তিনি কক্সবাজার সফর করেন।
মাত্র পাঁচ মাস আগে দায়িত্ব গ্রহণ করা একজন ‘সক্রিয়’ রাষ্ট্রদূতের হঠাৎ এই ছুটি নেওয়া স্বাভাবিকভাবে দেখা হচ্ছে না। এ বিষয়ে পাকিস্তান বা বাংলাদেশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে পররাষ্ট্র মহল।
thebgbd.com/NA